Posts

Showing posts from August, 2025

আজ রিয়ার এ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪১তম শাহাদাত বার্ষিকী

Image
  আজ রিয়ার এ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪১তম শাহাদাত বার্ষিকী আজ ৬ই আগষ্ট, ২০২৫ রিয়ার এ্যাডমিরাল মাহবুব আলী খানে ’র ৪১তম শাহাদাত বার্ষিকী। আজ থেকে ৪১ বছর আগে এই দিনটিতে তিনি জনমানবের কল্যাণে তাঁর জীবন উৎসর্গ করেন। কর্মজীবনে নৌবাহিনী প্রধান এবং যোগাযোগ ও কৃষিমন্ত্রী থাকাকালীন সময়ে তাঁর অবদান অপরিসীম। সততা, নিষ্ঠা, কঠোর পরিশ্রম, দানশীলতা ও আত্মত্যাগে গড়া তাঁর অনবদ্য জীবনের প্রতি শ্রদ্ধা জানিয়ে দেশে ও বিদেশে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। দিনটি উপলক্ষ্যে সকালে মরহুমের মাজারে পুস্পস্তবক অর্পন, মাজার প্রাঙ্গনে তাঁর রুহের মাগফিরাত কামনায় অনুষ্ঠিত হবে পবিত্র কুরআন খতম, কুরআন খানি ও বিশেষ মোনাজাত। তিনি চিরনিদ্রায় শায়িত আছেন তাঁর প্রিয় কর্মস্থল নৌ-সদর দপ্তরের পাশে। বাংলাদেশ নৌবাহিনীকে যুগোপযোগী করে গড়ে তোলায় তাঁর উদ্যোগ স্বর্ণাক্ষরে ইতিহাসের পাতায় লেখা থাকবে। প্রতি ওয়াক্তের নামাজের জন্য আযানের শব্দ পৌছে যায় তাঁর সমাধি স্থানে সেই মসজিদের মিনার হতে যেটি তিনি স্থাপনে উদ্যোগ নিয়েছিলেন সকল নৌবাহিনীর সদস্যদের জন্য। ৬ই আগষ্ট উপলক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনীর সকল নৌঘাটিতে প্রয়াত নৌবাহিনী প্রধান ও সাবে...

Rear Admiral Mahbub Ali Khan’s 41st Martyrdom Anniversary Today

Image
  Rear Admiral Mahbub Ali Khan’s 41st Martyrdom Anniversary Today Today August 6, 2025 is the 41st martyrdom anniversary of Rear Admiral Mahbub Ali Khan . On this day 41 years ago he sacrificed his life for the suffering humanity. His contribution as a Naval Chief and minister for communications and agriculture is outstanding. This day will be observed with due solemnity in his Motherland as well as abroad showing respect to his glorious life based on the pillars of honesty, integrity, hard work, philanthropy and sacrifice. The programmes will start with laying of floral wreaths at his Mazaar where Quran Khatam, Quran Khawani and special prayers will be held. His resting place is beside his favourite Naval Headquarters. His efforts to build Bangladesh Navy into a modern force will be written in golden letters in the pages of history. The sound of Azaan reaches his mazaar from the mosque he helped to build for all naval personnel at every want of namaz. The Bangladesh Navy will hold...