Posts

Showing posts from June, 2022

"তুমি নির্ভীক"- বাবা দিবসে ডাক্তার জুবাইদা রহমান এর কবিতা

Image
  বাবা দিবসে ডাক্তার জুবাইদা রহমান এর লেখা কবিতা তুমি নির্ভীক                      -  জুবাইদা রহমান তুমি নির্ভীক তুমি গণতন্ত্রের প্রতীক জনতার অধিকারের অতন্দ্র প্রহরী তুমি, অসাধারণ সাহসী মূর্তি। তুমি নেতা, তুমি কঠোর পরিশ্রমী, দিন কেটেছে তোমার সবার চিন্তায় বিরামহীন। তুমি সুর্যরশ্নি, চাঁদের আলোর মত, তাই আজ বহুদূরে থেকেও- আমরা তোমার আলোয় আলোকিত। তুমি বিদ্রোহী, তুমি আশার আলোয় আরোহী। তুমি বিজয়ী, তুমি মৃত্যুঞ্জয়ী, তুমিই স্বাধীনতা!

বাবা কেন চলে গেলে এত আগে?

Image
বাংলাদেশের সাবেক ডাক ও টেলিযোগাযোগ, যোগাযোগ এবং কৃষি মন্ত্রী, সাবেক নৌবাহিনী প্রধান মরহুম রিয়ার এডমিরাল মাহবুব আলী খান এর ছোট কন্যা ডাক্তার জুবাইদা রহমান তাঁর নিজের জন্মদিনে বাবার উদ্দেশ্যে যে কবিতা লিখেছেন সেটি এখানে দেয়া হলো-   বাবা কেন চলে গেলে এত আগে?                      -  জুবাইদা রহমান আজ জন্মদিনে বাবা তোমাকে স্মরণ করি, মনে হয় চোখের সামনে দাঁড়িয়ে আছো তুমি, বৃষ্টির দিনে জন্মেছি আমি, তাই হয়তো অশ্রুসিক্ত হয়ে এত আগে হারিয়েছি বাবাকে।   দুঃখ, কষ্ট, হাসি, আনন্দ, ভেবেছিলাম সবই বলবো তোমাকে, কিন্তু তুমি চলে গেলে এত আগে, কিছুই বলতে পারলাম না তোমাকে।   কত স্বপ্ন, কত আশা, কত আকাঙ্ক্ষা আমাদের, সবই থাকতো তোমাকে কেন্দ্র করে, স্বপ্নগুলি ডানা মেলার এত আগে, চলে গেলে তুমি আমাদের সকলকে রেখে।   মা শোনায় তোমার শ্রেষ্ঠত্বের গল্প, স্বল্পভাষী ছিলে তুমি মনে পড়ে আমার, কাজই ছিল তোমার পরিচয়, তোমার জীবন, অসমাপ্ত কাজ রেখে এত আগে কেন চলে গেলে তুমি?   তবুও যেটুকু সময় তুমি কাছে ছিলে বাবা, দিয়েছো জ্ঞান, ভালোবাসা, সুন্দর জীবনের শিক্ষা, সেই কথাগুলি বলতে চেষ্টা করি আমার ছোট্ট মেয়েটিকে, বারে বারে মনে হয় ন
Image
 Queen Elizabeth ll Platinum Jubilee Celebration We send our heartiest congratulations to Her Majesty Queen Elizabeth ll on completing 70 glorious years of her reign. Her dedication to public service and a life filled with duty towards the people of the United Kingdom and the Commonwealth is an outstanding example for generations to come. She is a symbol of stability, integrity, sacrifice and determination to people all over the world. Our best wishes for her! Rear Admiral Mahbub Ali Khan Memorial Committee