"তুমি নির্ভীক"- বাবা দিবসে ডাক্তার জুবাইদা রহমান এর কবিতা

 


বাবা দিবসে ডাক্তার জুবাইদা রহমান এর লেখা কবিতা


তুমি নির্ভীক

                 - জুবাইদা রহমান


তুমি নির্ভীক তুমি গণতন্ত্রের প্রতীক

জনতার অধিকারের অতন্দ্র প্রহরী তুমি, অসাধারণ সাহসী মূর্তি।

তুমি নেতা, তুমি কঠোর পরিশ্রমী, দিন কেটেছে তোমার সবার চিন্তায় বিরামহীন।

তুমি সুর্যরশ্নি, চাঁদের আলোর মত, তাই আজ বহুদূরে থেকেও- আমরা তোমার আলোয় আলোকিত।

তুমি বিদ্রোহী, তুমি আশার আলোয় আরোহী।

তুমি বিজয়ী, তুমি মৃত্যুঞ্জয়ী, তুমিই স্বাধীনতা!


Comments

Popular posts from this blog

REAR ADMIRAL MAHBUB ALI KHAN: A SYMBOL OF HARD WORK, HONESTY AND INTEGRITY

মাহবুব আলী খান: এক ক্ষণজন্মা দেশপ্রেমিকের প্রতিচ্ছবি

বাবা কেন চলে গেলে এত আগে?