Posts

Showing posts from 2022

Rear Admiral Mahbub Ali Khan’s 88th birth anniversary today, Nov 3, 2022

Image
Doa Mahfil, special munajat and discussion on the life and works of Rear Admiral Mahbub Ali Khan was held at SUROVI, a philanthropic organisation for underprivileged established by Syeda Iqbal Mand Banu. বগুড়ায় মরহুম মাহবুব আলী খানের জন্মবার্ষিকীতে পরিবারের মিলাদ ও দোয়া মাহফিল ৩ নভেম্বর, বৃহস্পতিবার, ২০২২ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শশুর ও বাংলাদেশ নৌবাহিনীর সাবেক প্রধান রিয়ার এ্যাডমিরাল মাহবুব আলী খানের ৮৮ তম জন্মদিন উপলক্ষে মরহুমের আত্নার মাগফেরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  আজ বৃহস্পতিবার (০৩ নভেম্বর) বাদ আছর মরহুমের পরিবার আয়োজিত বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে অনুষ্ঠিত হয়। উক্ত দোয়া মোনাজাতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি ও পৌর মেয়র রেজাউল করিম বাদশা, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও কৃষকদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি সাবেক সংসদ সদস্য মো: হেলালুজ্জামান তালুকদার লালু, সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা, জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম, জেলা বিএনপির সাবেক আহবায়ক এ্যাড. সাইফুল ইসলাম, সংসদ সদস্য মোশারফ হোসেন এমপি, বিএনপি নেতা জয়না

Rear Admiral Mahbub Ali Khan Memorial Committee extends condolences over Queen Elizabeth’s death

Image
08/09/22   HRH King Charles III Buckingham Palace London SW1A 1AA.   Your Majesty, I extend my heartfelt condolences on the passing away of your beloved mother HRH Queen Elizabeth II. She was a symbol of stability, dedication, duty and public service in the United Kingdom of Great Britain and Northern Ireland as well as throughout the whole world. The world is deeply saddened at this huge loss of a remarkable and longest serving monarch of the U.K. Her contribution for her country as well as throughout the Commonwealth and the wide world will be written in golden letters in the pages of human history and remembered for years among future generations to come. Our thoughts and prayers are with you and all members of the royal family at this critical juncture of life.   Best Wishes and Profound Regards   Yours Sincerely   Syeda Iqbal Mand Banu (w/o Rear Admiral Mahbub Ali Khan)

আজ রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৩৮তম শাহাদাতবার্ষিকী

Image
আজ ৬ আগস্ট, ২০২২ রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৩৮তম শাহাদাতবার্ষিকী। আজ থেকে ৩৮ বছর আগে এই দিনটিতে তিনি জনমানবের কল্যাণে তাঁর জীবন উৎসর্গ করেন। সততা, নিষ্ঠা, কঠোর পরিশ্রম, দানশীলতা ও আত্মত্যাগে গড়া তাঁর অনবদ্য জীবনের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং মরহুমের রূহের মাগফিরাত কামনায় দেশ ও বিদেশে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মজীবনে নৌবাহিনী প্রধান এবং যোগাযোগ ও কৃষিমন্ত্রী থাকাকালীন সময়ে তাঁর অবদান ছিল অপরিসীম। মরহুমের মাজার প্রাঙ্গণে তাঁর রূহের মাগফিরাত কামনায় অনুষ্ঠিত হবে পবিত্র কোরআন খতম, কোরআনখানি ও বিশেষ মোনাজাত। তিনি চিরনিদ্রায় শায়িত আছেন তাঁর প্রিয় কর্মস্থল নৌ-সদর দফতরের পাশে। বাংলাদেশের নৌবাহিনীকে যুগোপযোগী করে গড়ে তোলায় তাঁর উদ্যোগ স্বর্ণাক্ষরে ইতিহাসের পাতায় লেখা থাকবে। প্রতি ওয়াক্ত নামাজের জন্য আজানের শব্দ পৌঁছে যায় তাঁর সমাধিস্থলে, সেই মসজিদের মিনার হতে যেটি তিনি স্থাপনে উদ্যোগ নিয়েছিলেন নৌবাহিনীর সদস্যদের জন্য। দিনটি উপলক্ষে রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের বাসভবন ‘মাহবুব ভবন’-এ কোরআন খতম, কোরআনখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বেগম মাহবুব আলী খান সকল শুভানুধ্যায়ী ও শ

Rear Admiral Mahbub Ali Khan’s 38th Death Anniversary Today

Image
Rear Admiral Mahbub Ali Khan’s 38th Death Anniversary will be observed today, August 6, 2022. He breathed his last today dedicating his life for the service of the suffering humanity. Elaborate programs have been chalked out to mark the day with due solemnity and religious fervour both at home and abroad in recognition of his life of honesty, integrity, hard work, duty, public service, philanthropy and sacrifice. His dedication for his countrymen both while serving as the chief of Naval Staff and as a Minister was remarkable. Quran Khatam and Quran Khwani will be held at his Mazar together with placing of floral wreaths as a mark of respect to the personality who was the chief of Naval Staff and minister for communications and agriculture. His final resting place is just next to his beloved workplace at the Naval Headquarters and his contribution in modernizing the Bangladesh Navy is written in the pages of history. The sound of Azaan for five times salah can be heard from the mosque n