Rear Admiral Mahbub Ali Khan’s 88th birth anniversary today, Nov 3, 2022

Doa Mahfil, special munajat and discussion on the life and works of Rear Admiral Mahbub Ali Khan was held at SUROVI, a philanthropic organisation for underprivileged established by Syeda Iqbal Mand Banu.










বগুড়ায় মরহুম মাহবুব আলী খানের জন্মবার্ষিকীতে পরিবারের মিলাদ ও দোয়া মাহফিল


৩ নভেম্বর, বৃহস্পতিবার, ২০২২
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শশুর ও বাংলাদেশ নৌবাহিনীর সাবেক প্রধান রিয়ার এ্যাডমিরাল মাহবুব আলী খানের ৮৮ তম জন্মদিন উপলক্ষে মরহুমের আত্নার মাগফেরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

আজ বৃহস্পতিবার (০৩ নভেম্বর) বাদ আছর মরহুমের পরিবার আয়োজিত বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে অনুষ্ঠিত হয়।


উক্ত দোয়া মোনাজাতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি ও পৌর মেয়র রেজাউল করিম বাদশা, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও কৃষকদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি সাবেক সংসদ সদস্য মো: হেলালুজ্জামান তালুকদার লালু, সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা, জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম, জেলা বিএনপির সাবেক আহবায়ক এ্যাড. সাইফুল ইসলাম, সংসদ সদস্য মোশারফ হোসেন এমপি, বিএনপি নেতা জয়নাল আবেদীন চাঁন, এম আর ইসলাম স্বাধীন, শহীদ উন নবী সালাম, কে এম খায়রুল বাশার, মাফতুন আহমেদ খান রুবেল, মনিরুজ্জামান মনি, তৌহিদুল আলম মামুন, শহিদুল ইসলাম বাবলু, রফিকুল মিন্টু, জেলা যুবদলে আহবায়ক খাদেমুল ইসলাম খাদেম,যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম, জেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব আবু হাসান, তৌহিদুল ইসলাম বিটু, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দীকি রিগ্যান, হারুনুর রশিদ সুজন, জেলা ড্যাবের সাধারণ সম্পাদক ডা. ইউনুছ আলী, আরিফুর রহমান মজনু, সৌরভ হোসেন বাপ্পি, এস এম রাঙ্গা, নাসিরুজ্জামান মামুন, আল আমিন। 

এছাড়া পরিবারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন, সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল, সাইদুজ্জামান শাকিল, রাকিবুল ইসলাম শুভ, এ্যাড: আব্দুল্লাহিল বাকী লিপন, রেজাউল করিম লাবু, শাহ্ আল আমিন সরকার, উজ্জ্বল হোসেন। 

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদের মাও: আব্দুল্লাহ্।

এছাড়াও বগুড়ার জেলার গাবতলী উপজেলায় লাঠিগন্জ অন্ধ এতিম খানায় শিক্ষার্থীদের জন্য দুপুরের খাবার আয়োজন করা হয়।


Comments

Popular posts from this blog

মাহবুব আলী খান: এক ক্ষণজন্মা দেশপ্রেমিকের প্রতিচ্ছবি

বাবা কেন চলে গেলে এত আগে?

IMAGES FROM HISTORY