Rear Admiral Mahbub Ali Khan's 37th Death Anniversary

মরহুম রিয়ার এডমিরাল মাহাবুব আলী খান স্মরণে তাঁর কন্যা ডাক্তার জুবাইদা রহমান এর কবিতা। আজও মনে পড়ে - জুবাইদা রহমান আজও মনে পড়ে- তোমার স্নেহের পরশ, ‘বাবা’ বলে ডাকতে বড় ইচ্ছে করে। আজও মনে পড়ে- তোমার হাত ধরে স্কুলের ক্লাসে যাওয়া শান্ত, সুন্দর জীবন এলোমেলো করে দিল- কোন সে ঝড়ো হাওয়া। স্মৃতির পটে তোমার ছবি- আঁকলেই চোখ ভরে জলে, মনে হয় স্বপ্নগুলি- চাপা পড়ে আছে অথৈ জলে। দিন বয়ে যায়, মাস পেরোয়, বছর ঘুরে আসে, মনে হয় বাবা- এই বুঝি তুমি আসবে, অপেক্ষায় থাকি রুদ্ধশ্বাসে। Pictures of some golden memories from his illustrious career Rear Admiral Khan with HRH Prince Philip, the Duke of Edinburgh