Rear Admiral Mahbub Ali Khan's 37th Death Anniversary

 

 
মরহুম রিয়ার এডমিরাল মাহাবুব আলী খান স্মরণে তাঁর কন্যা ডাক্তার জুবাইদা রহমান এর কবিতা।

 

 আজও মনে পড়ে

-  জুবাইদা রহমান


আজও মনে পড়ে- তোমার স্নেহের পরশ,

‘বাবা’ বলে ডাকতে বড় ইচ্ছে করে।

আজও মনে পড়ে-

তোমার হাত ধরে স্কুলের ক্লাসে যাওয়া

শান্ত, সুন্দর জীবন এলোমেলো করে দিল-

কোন সে ঝড়ো হাওয়া।


স্মৃতির পটে তোমার ছবি-

আঁকলেই চোখ ভরে জলে,

মনে হয় স্বপ্নগুলি-

চাপা পড়ে আছে অথৈ জলে।


দিন বয়ে যায়, মাস পেরোয়,

বছর ঘুরে আসে,

মনে হয় বাবা- এই বুঝি তুমি আসবে,

অপেক্ষায় থাকি রুদ্ধশ্বাসে।


 
 
Pictures of some golden memories from his illustrious career
 






 

Rear Admiral Khan with HRH Prince Philip, the Duke of Edinburgh

 


Comments

Popular posts from this blog

REAR ADMIRAL MAHBUB ALI KHAN: A SYMBOL OF HARD WORK, HONESTY AND INTEGRITY

মাহবুব আলী খান: এক ক্ষণজন্মা দেশপ্রেমিকের প্রতিচ্ছবি

বাবা কেন চলে গেলে এত আগে?