"তুমি নির্ভীক"- বাবা দিবসে ডাক্তার জুবাইদা রহমান এর কবিতা

বাবা দিবসে ডাক্তার জুবাইদা রহমান এর লেখা কবিতা তুমি নির্ভীক - জুবাইদা রহমান তুমি নির্ভীক তুমি গণতন্ত্রের প্রতীক জনতার অধিকারের অতন্দ্র প্রহরী তুমি, অসাধারণ সাহসী মূর্তি। তুমি নেতা, তুমি কঠোর পরিশ্রমী, দিন কেটেছে তোমার সবার চিন্তায় বিরামহীন। তুমি সুর্যরশ্নি, চাঁদের আলোর মত, তাই আজ বহুদূরে থেকেও- আমরা তোমার আলোয় আলোকিত। তুমি বিদ্রোহী, তুমি আশার আলোয় আরোহী। তুমি বিজয়ী, তুমি মৃত্যুঞ্জয়ী, তুমিই স্বাধীনতা!